বিজ্ঞাপন

‘শেখ রেহানা এবং জয়কেও তো দেখলাম না’

July 3, 2022 | 4:11 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয়ের উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

সেতু উদ্বোধনের ৮দিন পর রোববার (৩ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন।

এর আগে, শনিবার (২ জুলাই) এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আর দেখা যাচ্ছে না।’

তথ্যমন্ত্রীর এই বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আমরা পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনার মেয়ের জামাইকে দেখলাম না, তার (প্রধানমন্ত্রীর) ছেলে সজীব ওয়াজেদ জয়কেও দেখলাম না। সবচেয়ে বড় কথা— সবসময় যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন, সেই শেখ রেহানাকেও তো দেখলাম না। বাংলাদেশের কোনো বিশিষ্টজনকে আমরা পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে দেখি নাই। এমনকি তথাকথিত বিরোধী দলের কোনো নেতাকেও দেখি নাই।’

বিজ্ঞাপন

‘আমি উনাকে (তথ্যমন্ত্রী) বিনয়ের সঙ্গে বলতে চাই— মানুষ যখন পানিতে ভাসছে, হাহাকার করছে, মানুষের সহায় সম্বল যখন ভেসে যাচ্ছে তখন আপনাদের পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধন জনগণ প্রত্যাখ্যান করেছে। মানুষ মনে করেছে এটা গোটা জাতির সঙ্গে তামাশা’—বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘যে সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ‘টুস’ করে ফেলে দেবে, দেশের একজন গুণি মানুষকে চুবানি দেবে, সেই সেতুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেশের মানুষ ভালভাবে দেখেনি। যে সেতুর সঙ্গে ভয়ংকার দুর্নীতি জড়িত, যেখানে এক টাকার জায়গা সাড়ে তিন টাকা খরচ হয়েছে, সেই সেতুর উদ্বোধন অনুষ্ঠান জনগণ প্রত্যাখান করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন