বিজ্ঞাপন

আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

July 3, 2022 | 10:37 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ১১ টন ত্রাণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ। রোববার (৩ জুলাই) পর্তুগাল সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোমবার (৪ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োহাহাজ এসব ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে। এর মধ্যে কয়েক হাজার ট্যাংয়ের প্যাকেট, চার টন মিল্ক পাউডার, ছয় হাজার কম্বল, ২০ বক্স নুডলস ও বিস্কুট রয়েছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণলায় উল্লেখযোগ্য পরিমাণে ওষুধ দেবে।

ড. মোমেন বলেন, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে ত্রাণ দিতে চেয়েছিলাম। কিন্তু ওখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সবাই ব্যস্ত। তাই আমরা এগুলো আফগান সরকারের কাছে দেব। তারা এটা সাদরে গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছে।

তিনি আরও বলেন, আফগানিস্তান আমাদের বন্ধু ও মুসলিম দেশ। এছাড়াও যেকারও যেকোনো দুর্যোগে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

বিজ্ঞাপন

বন্যা দুর্গতদের ত্রাণ নিয়ে মন্ত্রী বলেন, দেশেও দুর্যোগে আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। দেশে ত্রাণের অভাব নেই। তবে কোথাও বেশি দুর্গম এলাকা, বিশেষ করে যেখানে নৌকাও যেতে পারছে না সেখানে আমরা পৌঁছাতে পরছি না। এছাড়া ত্রাণ নিয়ে কোনো সংকট বা অসুবিধা নেই।

সারাবাংলা/টিএস/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন