বিজ্ঞাপন

ঢাকাতেই মিলবে পর্তুগাল-মাল্টার ভিসা

July 3, 2022 | 10:52 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পর্তুগাল ও মাল্টার ভিসা কার্যক্রম ঢাকাতেই সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এই দুটি দেশের কনস্যুলার টিম ঢাকায় এসে ভিসা দেবে। আগামী দুই মাসের মধ্যে পর্তুগালের কনস্যুলার টিম ঢাকায় আসবে।

বিজ্ঞাপন

রোববার (৩ জুলাই) পর্তুগাল সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘ঢাকায় এসে ভিসা কার্যক্রম চালু করতে পর্তুগালের কনস্যুলার টিমকে আমরা অনুরোধ করেছি। তারা রাজি হয়েছেন। আগামী দুই মাসের একটি টিম আসবে। পর্তুগালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে পাঁচ হাজার ভিসার আবেদন রয়েছে। তারা ভিসার জন্য অপেক্ষা করছেন।’

মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকেও ভিসা দেওয়ার জন্য ঢাকায় একটি কনস্যুলার টিম পাঠানোর অনুরোধ করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মাল্টা এই প্রস্তাবে সাড়া দিয়েছেন। মাল্টায় যাওয়ার জন্য তিন হাজার বাংলাদেশি আবেদন করেছেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পর্তুগাল ও মাল্টার ঢাকা মিশন না থাকায় দিল্লি থেকে এই দেশ দু’টির ভিসা নিতে হয়। এতে বাংলাদেশিদের অনেক ভোগান্তি হয়।

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন