বিজ্ঞাপন

কোপেনহেগেনে বন্দুক হামলায় নিহত ৩

July 4, 2022 | 10:11 am

আন্তর্জাতিক ডেস্ক

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (৩ জুলাই) ‘ফিল্ডস’ নামের শপিং মলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক সোরেন থমাসেন সাংবাদিকদের বলেন, শপিং মলে গুলি করার দায়ে ২২ বছর বয়সী ডেনিশ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার মামলা দেওয়া হয়েছে। ওই যুবক কেন নির্বিচারে গুলি চালাল তা তাৎক্ষণিক জানা যায়নি।

ডেনমার্কের সংবাদমাধ্যম ডিআরে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, গুলির শব্দ শোনে শপিং মল থেকে শতাধিক মানুষ ছুটে বের হয়ে আসেন। এসময় কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেনমার্ক পুলিশ জানিয়েছে, কোপেনহেগেনের শপিং মলে এ হামলার প্রতিক্রিয়া হিসেবে রাজধানী এবং পুরো জিল্যান্ড দ্বীপে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হলেও, তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় আইনপ্রয়োগকারী সংস্থা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন