বিজ্ঞাপন

বিজিএমইএ’র নতুন লোগো উন্মোচন

July 5, 2022 | 5:50 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: টেকসই শিল্প নির্মাণের প্রত্যয় নিয়ে নতুন লোগো উন্মোচন করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। নতুন এই লোগোতে নয়টি অগ্রাধিকারসম্পন্ন বিষয় প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ জুলাই) পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পোশাক শিল্পের জন্য নতুন রূপকল্প প্রণয়নের আনুষ্ঠানিক ঘোষণাকালে নতুন লোগোর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি ও বর্তমান নেতারা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, যেহেতু বিজিএমইএ আমাদের পোশাক শিল্পের মুখপাত্র, তাই এই শিল্পের এগিয়ে যাওয়া এবং এর নিজস্ব ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই আমরা বিজিএমইএ’র অতীত ঐতিহ্যকে অটুট রেখে আগামীর টেকসই শিল্প নির্মাণের প্রত্যয় নিয়ে করপোরেট আইডেনটিটি অর্থাৎ লোগোতে পরিবর্তন এনেছি।’

ফারুক হাসান বলেন, ‘আমরা মনে করি বিজিএমইএ’র রিনিউড ভিশন বা নতুন প্রত্যয় সমগ্র পৃথিবীতে আমাদের পোশাক শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকার সম্পর্কে একটি সুস্পষ্ট বার্তা দেবে। এটি একটি ডাইনামিক লোগো, যাতে নয়টি অর্থাধিকার সম্পন্ন বিষয়কে ডটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এগুলোর প্রত্যেকটিরই স্বতন্ত্র অর্থ আছে।’

বিজ্ঞাপন

ফারুক হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের সাথে পোশাক শিল্প এমন একটি জায়গায় পৌঁছেছে যে, শিল্পের প্রচলিত নিয়মগুলো খাটছে না। প্রায়ই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য পণ্যের ডিজাইন পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, পিড টাইম কমানো এবং সর্বশেষ প্রযুক্তি গ্রহণ করে উৎপাদন ব্যয় হ্রাস এবং কারখানাগুলোকে আরও টেকসই করার কোনো বিকল্প নেই।’

উল্লেখ্য, পোশাক শিল্পের মুখপাত্র সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ শিল্পকে নেতৃত্ব দিচ্ছে এবং সময়ের প্রয়োজনে শিল্পকে এগিয়ে নিতে যখন যে উদ্যোগ নেওয়া প্রয়োজন তাই নিচ্ছে। পোশাক শিল্পকে টেকসই উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার জন্য বিজিএমইএ শিল্পের জন্য একটি টেকসই শিল্পায়নে রোডম্যাপ তৈরি করতে যাচ্ছে। যা আমাদের সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন