বিজ্ঞাপন

শরীরে নূপর বেঁধে দৌড়াচ্ছেন মোশাররফ করিম

July 11, 2022 | 3:01 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

নাম তার সুন্দর আলী। সবাই ডাকে সোন্দর বলে। সমস্ত শরীরে নূপর বাঁধা। সবসময় দৌড়ায় সে। যখন দৌড়ায় তখন নূপুর বাজতে থাকে। তার সঠিক বয়স কেউ জানে না। শুধু তাই নয়, তার বাড়ি কোথায়, বাবা মা কে, কিভাবে এই বসন্তপুর গ্রামে এসেছে কেউ বলতে পারে না। সোন্দরের মাথায় একটু গন্ডগোল আছে। কারো কাছে কিছু চায় না। বাড়ি বাড়ি কাজ করে আহার যোগাড় করে। গ্রামের পথে পথে আপন খেয়ালে ঘুরে বেড়ায়। এত দিনে গ্রামের মানুষের সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তার। কারো কারো সাথে সেই সম্পর্ক একটু গভীর। সেইরকম একজন আঁখি। দিনমজুর আক্কেল আলীর মেয়ে আঁখি যেন গোবরে পদ্মফুল। যেমন সুন্দর তেমন মেধাবী। অভাবের মধ্যেও কষ্ট করে পড়াশোনা চালিয়ে যায়। এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আঁখি। অনার্সেও প্রথম শ্রেনীতে প্রথম হয়। এক রাতে সবাইকে অবাক করে দিয়ে বাড়ির পাশের এক জঙ্গলে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আঁখি। গাছে ঝুলে থাকা আঁখিকে সোন্দরই প্রথম দেখে। আর এখানেই উম্মোচিত হয় নাটকের দৃশ্যপট।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে ইদুল আযহা উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘সোন্দর’। রুলীন রহমান-এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ। প্রচারিত হবে ইদের ৩য় দিন রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন