July 13, 2022 | 8:41 am
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান পূর্বপাড়া এলাকার ‘সততা ঝুট মিলস ও ক্ষুদ্র ব্যবসায়ী’ নামে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ার ফলে টঙ্গী থেকে আরও এক ইউনিট ও উত্তরার এক ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে টঙ্গী-কালীগঞ্জ সড়কে অবৈধ ইজিবাইকের জন্য ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
সারাবাংলা/এএম