বিজ্ঞাপন

বাবার আর কোনো ইচ্ছা ছিল না : মন্ত্রীপুত্র

December 16, 2017 | 10:53 am

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা :  আমার বাবার আর কোনো ইচ্ছা ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার সঙ্গে কাজ করাই ছিল তার সবচেয়ে বড় পাওয়া। একইসঙ্গে রাজনীতি করে দেশের উন্নয়নে অংশ নেওয়া তার তৃপ্তির জায়গা ছিল। তার শেষ ইচ্ছা বলতে আর কিছু ছিল না।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সদ্য প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের একমাত্র ছেলে ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক এস এম রায়হানুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, নাসিরনগরে দুটি রাস্তার কাজ শুরু করেছিলেন তিনি। এখনো শেষ হয়নি। রাস্তা দুটি হলে জনগণ সুবিধা ভোগ করবে। আমার বাবার সময়ে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাশাপাশি সময়ে দুজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারিয়ে আমরা শোকাহত। ছায়েদুল হক ছিলেন একজন সৎ রাজনীতিবিদ। এবিএম মহিউদ্দীন ও ছায়েদুল হক ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি।

সারাবাংলা/ ইউজে/এমএ/একে

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন