বিজ্ঞাপন

খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার কথা পলিটিক্যাল হিউমার

July 25, 2022 | 4:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথাটি পলিটিক্যাল হিউমার।

বিজ্ঞাপন

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে কি নেত্রী টুস করে ফেলে দিতে বলেছেন? এটা তো একটা হিউমার।’

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনো ঘেরাও টেরাও নিয়ে আসে প্রধানমন্ত্রী বলতেও পারেন নেতাদের নিয়ে আসেন, এটি উনি করতেও পারেন। আসলে এটা ওনার রুচিবোধের মধ্যে আছে। ফখরুল সাহেবরা ঘেরাও করতে এলে তাদের চা খাওয়ালে অসুবিধা কী?’

বিজ্ঞাপন

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে এখন সিদ্ধান্ত হয়নি। তাই আমি এটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কারণ সংলাপের বিষয়টি দলের সিদ্ধান্তের ব্যাপার, সরকারের সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রী যদি এ কোনো সিদ্ধান্ত দেন তাহলে আপনারা জানতে পারবেন। এটি তো ওপেন সিক্রেট বিষয়।’

সংলাপের সুযোগ থাকছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এ সব নিয়ে কোনো আলোচনা হয়নি। কাজেই আমি আগাম কেন বলব?’

নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যায়নি, এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচন কমিশনে বিএনপির যাওয়াটা তাদের অধিকার। তারা এখন যদি নিজেরা ইচ্ছা করে না যায়, সেখানে আমরা রাজনৈতিক দল হিসেবে কী বলব? আমরা তাদের যদি বলি তাহলে বলব, নির্বাচন কমিশনের সংলাপে সবার যাওয়া উচিত। আমরা একটা প্রতাযোগিতামূলক নির্বাচন চাই। সে জন্য বিএনপির মতো একটি বড় দল বাইরে থাকবে সেটি ঠিক নয়। আমরা মনে করি, তারা আসুক। আমরা মনেপ্রাণে চাই নির্বাচনটা তাদের সঙ্গে হোক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন