বিজ্ঞাপন

মোসাদ্দেক যেখানে প্রথম

July 31, 2022 | 9:19 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

মোসাদ্দেক হোসেন সৈকত মূলত খণ্ডকালিন স্পিনার হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত বোলিং করতে দেখা যায় না তাকে। ১৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে আজকের আগে নিজের কোটার পূর্ণ ৪ ওভার বোলিং করেছেন মাত্র একবার। সেই মোসাদ্দেকেই আজ কুপকাত জিম্বাবুয়ে!

বিজ্ঞাপন

টস হেরে প্রথমে বোলিং করতে নেমে প্রথমেই মোসাদ্দেকের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথম বলেই উইকেট তুলে নেন মোসাদ্দেক।

তার অফ স্ট্যাম্পের বাইরের বলটি কাট করতে গিয়ে ব্যাটেবলে করতে পারেননি রেগিস চাকাভা। ব্যাটের কানায় লেগে বল চলে যায় সোহানের গ্লাভসে। ওই ওভারের শেষ বলে ওয়েসলি মাধেভেরেকে লিটনের ক্যাচ বানান মোসাদ্দেক। নিজের পরবর্তী তিন ওভারেই একটা করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক।

শেষ পর্যন্ত ৪ ওভারে ২০ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে কখনো এক ম্যাচে তিন উইকেটও পাননি ডানহাতি ক্রিকেটার।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং এটি। এর আগে ২০১৪ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং আরাফাত সানির। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন সানি।

তবে একটা জায়গায় সাকিব, সানির চেয়ে এগিয়ে মোসাদ্দেক। আজ জিম্বাবুয়ের পতন হওয়া প্রথম পাঁচটা উইকেটই নিয়েছেন মোসাদ্দেক। সাকিব বা সানি তা করে দেখাতে পারেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন