বিজ্ঞাপন

ফেসবুকে কী ধরনের চাকরি রয়েছে?

August 1, 2022 | 3:06 pm

মোহাম্মদ আল কাওসার কনক

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ২০০৪ সালে মার্ক জাকারবার্গ দ্বারা সহপ্রতিষ্ঠিত এই ওয়েবসাইট বর্তমানে দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে অসংখ্য মানুষের। তাই অ্যাপল, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এর পাশাপাশি ফেসবুকেও চাকরি পেতে চান অনেকেই।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী ৭৭ হাজারের অধিক কর্মী নিয়ে মেটা বা ফেসবুক নতুন কর্মী নিয়োগ দিয়ে চলছে নিয়মিত। মেটা হিসেবে আত্মপ্রকাশের পর কোম্পানিটিতে কাজের সুযোগ বেড়েছে আরো কয়েকগুণ। ফেসবুকে চাকরি পাওয়ার প্রক্রিয়া প্রায় অন্যসব কোম্পানির মতই।
ফেসবুকে কী ধরনের চাকরি রয়েছে?

বিজ্ঞাপন

ফেসবুক (মূলত মেটা) একটি বিশাল কোম্পানি, স্বভাবতই এতে অসংখ্য পদ রয়েছে। ফেসবুক বা মেটা’র ওয়েবসাইটে কাজের ক্ষেত্র, লোকেশন, ক্যাটাগরি, অ্যাপ ও সার্ভিস (ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস) এর উপর ভিত্তি করে মূলত চাকরিগুলো সাজানো হয়ে থাকে। ফেসবুক বা মেটা’র ক্যারিয়ার সাইট অনুসারে কোম্পানিটি বর্তমানে ৪,০০০ এর অধিক জব অফার করছে।

ফেসবুক বা মেটাতে চাকরির কিছু উল্লেখযোগ্য ক্ষেত্র হলোঃ

বিজ্ঞাপন

• এডভার্টাইজিং
• কমিউনিকেশন এন্ড পাবলিক পলিসি
• ডাটা এন্ড এনালিটিকস
• ডিজাইন এন্ড ইউজার এক্সপেরিয়েন্স
• পিপল এন্ড রিক্রুটিং
• প্রোডাক্ট ম্যানেজমেন্ট
• সিকিউরিটি
• সফটওয়্যার ইঞ্জিনিয়ার
• টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজমেন্ট

ফেসবুক কত টাকা বেতন দেয় – এই প্রশ্ন নিয়ে অনের মানুষের মনেই কৌতুহল। আসলে ফেসবুকে আপনার বেতন নির্ভর করে দক্ষতা, ব্যাকগ্রাউন্ড এবং অভিজ্ঞতার উপর। তবে ইন্ডাস্ট্রির গড় বেতনের তুলনায় ফেসবুক ভালোই বেতন প্রদান করে এটা বলা যায়। অনেক ফেসবুক সুপারভাইজার সিক্স ফিগার ইনকাম করে থাকেন, এর সাথে আবার স্পেশাল মেডিক্যাল কেয়ার, প্যারেন্টাল লিভ, ট্যাক্স কনসাল্টেশন, বোনাস, ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন। এখানে কিছু চাকরি আপনি বাসা থেকে রিমোট জব সিস্টেমে করতে পারবেন। আবার কিছু চাকরির জন্য তাদের অফিসে যেতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন