বিজ্ঞাপন

বগুড়ায় হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

August 3, 2022 | 7:49 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ায় হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ বুধবার এই দণ্ডাদেশ দেন। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন মানিক মিয়া, আব্দুল গফুর, ইসমাইল হোসেন, জাকের মিয়া, মাসুদ মিয়া, আব্দুল খালেক, আব্দুল গনি, ইন্তাজ আলী ও সুলতান মোল্লা। তাদের বাড়ি বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি নাগরকান্দি এলাকায়।

মামলা সূত্রে জানা যায়, চালিতাবাড়ি এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে আব্দুল জব্বারের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০০৮ সালের ২০ জুন বিল নুরইল এলাকায় জমি মাপার সময় আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল জব্বার মারা যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত জব্বারের ভাই সাজু মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা একই বছরের ৩০ নভেম্বর চার্জশিট দাখিল করেন। সরকারি কৌসুলী অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, মোট ১৬ জন এ মামলায় সাক্ষ্য দেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডাদেশ দেন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন