ঢাকা: ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের (৩৮) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যোগে কমফোর্ট হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, তাদের বাবা আবু সালেহ ও মা আফরোজা বেগম অনেক আগেই মারা গেছে। স্ত্রী সিফাত ও একমাত্র মেয়ে আফরা (৫) সহ পরিবারের সবাই গ্রামের বাড়ি ভোলার সদর চর নোয়াবাদ গ্রামে থাকতেন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। নুরে আলম ভোলা সদরে “টেন স্পোর্টস” নামে খেলাধুলার সামগ্রীর দোকানে ছিল। পাশাপাশি ঠিকাদারি করতেন।
আবুল কাশেম আরও বলেন, ভোলার সবাই খুব পছন্দ করতো নুরে আলমকে। ১৫ বছরের রাজনৈতিক জীবন ছিল নুরে আলমের। ময়নাতদন্তের পর নুরে আলমের মৃতদেহ ভোলার গ্রামের বাড়িতে নেওয়া হবে।
এর আগে, ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তার মৃত্যু হয়।