বিজ্ঞাপন

নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক: তামিম

August 4, 2022 | 10:57 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

২০১৩ সালের পর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে হারেনি বাংলাদেশ। টানা ১৯ জয়। এই ফরম্যাটে অন্য দলগুলোর বিপক্ষেও দুর্দান্ত ধারাবাহিক বাংলাদেশ। সর্বশেষ ছয় ওয়ানডে সিরিজের ছয়টিই জিতেছে তামিম ইকবালের দল। তবু জিম্বাবুয়েকে শক্তভাবেই দেখছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। কদিন আগেই এই দলটার বিপক্ষে যে হারতে হলো টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন

এবারের জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স হতাশজনক। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। ফলে ওয়ানডেতে জিতবই এমন কথা বলার শক্তি নেই। আত্মবিশ্বাস নড়ে গেছে অনেকটাই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবালও আজ বিপদজ্জনক বললেন জিম্বাবুয়েকে।

আগামীকাল শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়ানোর কথা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। তার আগে তামিম বলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডেতেও এমন ‍ভুল করলে জিম্বাবুয়ে নিশ্চয় তা কাজে লাগাতে মরিয়া থাকবে।

বিজ্ঞাপন

তামিম বললেন, সেরা ক্রিকেটটাই খেলতে হবে তার দলকে, ‘এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’

গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং চলতি জিম্বাবুয়ে সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান নেই বলে কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও কোনো এক তরুণ সুযোগ পাবেন নিশ্চয়।

এটাকে তরুণদের জন্য বড় সুযোগ বলছেন তামিম, ‘আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দু–একটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিক দিয়ে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন