বিজ্ঞাপন

লুঙ্গি পরেই ছবি দেখলেন সামান আলী

August 5, 2022 | 12:22 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

লুঙ্গি পরে আসায় স্টার সিনেপ্লেক্সের স্টাফরা টিকেট বিক্রি করেনি সামান আলীকে। সে ঘটনা ফেসবুকে ভাইরাল হলে তাকে খুঁজে বের করে স্টার সিনেপ্লেক্স। পরিবারসহ তাকে ‘পরাণ’ ছবিটি দেখার সুযোগ করে দেয় হল কর্তৃপক্ষ। তার সঙ্গে বসে ছবিটি দেখেন ‘পরাণ’-এর প্রধান অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সমান আলীকে ছবি দেখার ব্যবস্থা করে হল কর্তৃপক্ষ। এ ব্যাপারে হলটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,‘আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো, সেটার সমাধান হয়েছে। সামান আলী পরিবার সহ সনি স্কয়ার সিনেমা হলে এসে ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন। তিনি খুশি হয়েছেন। ভবিষ্যতে এরকম ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’

এদিকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছিলো এটি ভুল বোঝাবুঝি। নিজেদের পেজ থেকে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়,‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সাথে কোনো কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল।’

বিবৃতিতে তারা আরও জানায়,‘আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তাঁর পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় “পরাণ” দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এছাড়াও, আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন