বিজ্ঞাপন

দিল্লিতে রাহুল গান্ধী আটক

August 5, 2022 | 3:52 pm

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে সেদেশের পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) দিল্লিতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ থেকে রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস পার্লামেন্ট সদস্যকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের পার্লামেন্ট সদস্যদের একটি মিছিল পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিল। বিক্ষোভে ছিলেন রাহুল গান্ধীও। মিছিলটি বিজয় চক পৌঁছনোর আগেই দিল্লি পুলিশ তাকে আটক করে। এসময় সর্বভারতীয় কংগ্রেসের উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে পুলিশ।

ভারতে কংগ্রেস দেশজুড়ে আন্দোলন শুরু করেছে। রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিও নিয়েছে দলটি। এর আগে গত ২৬ জুলাই বিক্ষোভ থেকে রাহুল গান্ধীকে আটক করেছিলে দিল্লি পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন