বিজ্ঞাপন

রাশিয়াকে রুবলে গ্যাসের দাম পরিশোধ করবে তুরস্ক

August 6, 2022 | 10:16 pm

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়াকে রুবলে গ্যাসের বিল পরিশোধ করবে তুরস্ক। শুক্রবার (৬ আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। এর আগে শুক্রবার দুই নেতা চার ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ ব্যাপারে সম্মত হন।

বিজ্ঞাপন

মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস রাশিয়া থেকে আমদানি করে থাকে তুরস্ক। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকেই রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমাবিশ্ব। রাশিয়ার ডলার ব্যবহারের পথে বাধা হয়ে দাঁড়ায় এসব নিষেধাজ্ঞা। ফলে রাশিয়া বিভিন্ন দেশের কাছে গ্যাস রফতানির অর্থ রুবলে দাবি করে আসছে। এবার তুরস্ক রাশিয়ার এ দাবি মেনে নিলো।

গত শুক্রবার উত্তর ককাশাসে এরদোগান-পুতিন বৈঠক করেন। তবে শুক্রবার বৈঠকের কোনো চুক্তি সম্পর্কে তাৎক্ষনিক সংবাদমাধ্যমে জানানো হয়নি। শনিবার দুই নেতা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন।

চুক্তি অনুযায়ী দুই দেশ পরিবহন, কৃষি, অর্থব্যবস্থা, শিল্প অবকাঠামো খাতে একে অন্যকে সহযোগিতা করবে। এছাড়া সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন দমনেও একসঙ্গে কাজ করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন