বিজ্ঞাপন

সারাবাংলায় খবর প্রকাশ: ব্যাটারিচালিত ১৬৩৪ রিকশার লাইসেন্স বাতিল

August 9, 2022 | 5:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: রংপুর সিটি করপোরেশনে ১০ দিনে গোপনে দেওয়া ব্যাটারিচালিত ১ হাজার ৬৩৪টি রিকশার লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মঙ্গলবার দুপুরে (৯ আগস্ট) রংপুরের সিটি মেয়র নিজেই তথ্যটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৫ আগস্ট ‘রিকশার লাইসেন্স দিয়ে ৩ কোটি টাকা লুটপাটের অভিযোগ’ শিরোনামে সারাবাংলায় সংবাদ প্রকাশ হলে রংপুরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিভিন্ন মহলের আপত্তির মুখে অবশেষে সিটি মেয়র প্যানেল মেয়রদের দেওয়া লাইসেন্স বাতিলের ঘোষণা দেন।

এ ব্যাপারে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘পবিত্র হজ পালনের জন্য মক্কা শরিফ যাওয়ার সময় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সামসুল ইসলাম ও প্যানেল মেয়র-২ মাহমুদুর রহমান টিটোকে দাফতরিক কার্যক্রম পরিচালনা করার জন্য লিখিত চিঠি দিয়ে যাই। কিন্তু তাদের অর্থসংক্রান্ত কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তারপরও আমার অনুপস্থিতির সুযোগে ক্ষমতার অপব্যবহার করে প্যানেল মেয়র-২ মাহমুদুর রহমান ব্যাটারিচালিত ১ হাজার ৬৩৪টি রিকশাকে লাইসেন্স দিয়েছেন।’

তিনি বলেন, ‘লাইসেন্স প্রতি ৩০ থেকে ৩৫ হাজার, কারও কারও কাছে এর চেয়েও বেশি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে। তবে প্যানেল মেয়র-১ সামসুল ইসলাম ১ হাজার ৬৩৪টি রিকশার কোনোটির লাইসেন্সেই সই করেননি। সবগুলোতেই প্যানেল মেয়র-২ টিটো সই করেছে বলে কাগজপত্রে দেখা গেছে।’

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘আইন ও নিয়ম অনুযায়ী আমার অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করার কথা প্যানেল মেয়র-১ সামসুল ইসলামের। তিনি অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে প্যানেল মেয়র-২ টিটো দায়িত্ব পালন করবেন।’

মেয়র আরও বলেন, ‘মেয়র-১ সামসুল ইসলাম উপস্থিত থাকার পরও প্যানেল মেয়র-২ টিটো বেআইনিভাবে এই লাইসেন্স দিয়েছেন। যা তার ক্ষমতা বর্হিভুত। তাছাড়া আমি রুটিন দায়িত্ব পালন করার লিখিত আদেশ দিয়ে হজ করতে গিয়েছিলাম। প্যানেল মেয়র টিটো নির্দেশনা অমান্য করে লাইসেন্স প্রতি সাড়ে তিন হাজার টাকা করপোরেশন ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুরো নগরীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে মেয়র হজ পালন শেষে দেশে এসে ঘটনা জানার পর অবৈধভাবে দেওয়া সব লাইসেন্স বাতিল করে দেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে প্যানেল মেয়র-২ এর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা জানাননি মেয়র মোস্তাফিজার রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন