বিজ্ঞাপন

পাহাড় কাটা: চসিক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

August 10, 2022 | 8:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর।

বিজ্ঞাপন

বুধবার (১০ আগস্ট) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সাখাওয়াত হোসাইন বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত জহুরুল আলম জসিম (৫৩) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। মামলায় তার স্ত্রী তাছলিমা বেগম (৩৯) এবং ভূমির তত্ত্বাবধায়ক মোহাম্মদ হৃদয়কেও (২৬) আসামি করা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে জানান, গত ৮ আগস্ট অধিদফতরের একটি পাহাড় কাটার অভিযোগ পেয়ে উত্তর পাহাড়তলীর লেকসিটি আবাসিক এলাকায় যায়। পরিদর্শনে পাহাড় কেটে একটি টিনশেড সেমিপাকা স্থাপনা নির্মাণ করার প্রমাণ পান সংশ্লিষ্টরা। ভূমির তত্ত্বাবধায়ক হৃদয়কে বুধবার শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

হৃদয় শুনানিতে হাজির হয়ে জানান, কেটে ফেলা টিলা শ্রেণির ভূমিটির প্রকৃত মালিক তিনি নন। কাউন্সিলর জহুরুল আলম জসীম ও তার স্ত্রী এই ভূমির মালিক। তিনি এ সংক্রান্ত মালিকানা খতিয়ান দাখিল করেন।

মিয়া মাহমুদুল হক বলেন, ‘তিন হাজার ঘনফুট পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ জন্য ছোট-বড় কয়েকটি গাছ, সবুজ লতাপাতা, গুল্ম ও ঝাড় কেটে সাফ করা হয়েছে। তিনটি বড় বৃক্ষের গুড়ি আমরা ঘটনাস্থলে পেয়েছি। এক হাজার ৩০৭ বর্গফুট টিলা মোচন করা হয়েছে। তথ্যপ্রমাণ পেয়ে এবং শুনানিতে কেয়ারটেকার স্বীকারোক্তি দেওয়ার পর তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বক্তব্য জানার জন্য চসিক কাউন্সিলর জহুরুল আলম জসিমের মোবাইলে কয়েক দফা কল করে সংযোগ ব্যস্ত পাওয়া গেছে।

সারাবাংলা/আরডি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন