বিজ্ঞাপন

‘বিএনপিকে গর্তে ঢোকানোর ওষুধ জানা আছে’

August 13, 2022 | 6:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা এখনো রাজপথে নামিনি। আগামী মাসে নামব। আমরা নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবে না। বিএনপিকে কিভাবে গর্তে ঢোকাতে হয়, সেই ওষুধ আমাদের জানা আছে। সময়মতো প্রয়োগ করা হবে।’

বিজ্ঞাপন

শনিবার (১৩ আগস্ট) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘পত্রিকায় দেখলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন- সরকার নাকি তাদের সমাবেশে বাধা দিচ্ছে না বিদেশিদের চাপে। বিএনপির সমাবেশে আমরা কখনো বাধা দিইনি, দেবোও না। কিন্তু নিজেরা যখন মারামারি করে, তখন তো অন্য কারও বাধা দিতে হয় না।’

বিএনপির সমাবেশে পেট্রোল বোমা বাহিনী দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির পেট্রোল বোমা সন্ত্রাসীরা আবার মাঠে নেমেছে। তাদের প্রতিরোধ করতে হবে। সমাবেশে যদি পেট্রোল বোমা বাহিনী দেখি, তখন কিন্তু ঘরে বসে থাকব না, আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম বাড়ায় বিএনপি খুব লাফাচ্ছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘বর্ষাকালে যখন বৃষ্টি হয়, পুকুরে পুঁটি মাছ খুব লাফায়, পুঁটি মাছের সঙ্গে মলা মাছও খুব লাফায়। এখন বিএনপির লাফালাফি হচ্ছে পুঁটি আর মলা মাছের লাফানির মতো। তেলের দাম বাড়ায় ওরা একটু লাফাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সারাবিশ্বে তেলের দাম দ্বিগুণ হয়েছে। ৬০ ডলারের তেল ১৭০ ডলারে ঠেকেছে, দ্বিগুণের চেয়ে বেশি। আমাদের দেশে তেলের দাম দ্বিগুণ করিনি। সব মিলিয়ে ৩৮ থেকে ৪০ শতাংশ বাড়িয়ে পশ্চিমবাংলার সমান করেছি। বিশ্ববাজারে যদি তেলের দাম কমে তাহলে দেশেও আবার আমরা সমন্বয় করব। তাই বিএনপির পুঁটি ও মলা মাছের মতো এত লাফালাফির প্রয়োজন নেই।’

রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, জহির আহমদ চৌধুরী, শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিচ আজগর, বেদারুল আলম চৌধুরী বেদার, আকতার হোসেন খান, জাহাঙ্গীর আলম তালুকদার, আবু তাহের, এমরুল করিম রাশেদ, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন