বিজ্ঞাপন

হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ ৩০৫২ জন

August 13, 2022 | 6:44 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন অনুশীলন করতে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় ৩০৫২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বছর হাইকোর্টে আইন অনুশীলনের অনুমতি পেতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯৭ ভাগ উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. আফজালুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২১ জুন হাইকোর্টের আইনজীবী হিসেবে সনদপ্রাপ্তির মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল। নোটিশে ২৪ জুন থেকে ভাইভা পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়। তবে ওই সময়ে বন্যা আক্রান্ত এলাকার কোনো প্রার্থী অংশ নিতে না পারলে পরবর্তীতে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে নোটিশে উল্লেখ করা হয়।

এরপর ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৩ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

আজ ফল ঘোষণার আগে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মৌখিক পরীক্ষা গ্রহণকারী বিচারপতিবৃন্দ এবং বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে উপস্থিত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন