বিজ্ঞাপন

শ্যালকের শাবলের আঘাতে দুলাভাই নিহত

August 16, 2022 | 7:36 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার মেহেন্দিগঞ্জে শ্যালকের শাবলের আঘাতে কেতাব আলী সরদার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় শ্যালক টিপু হাওলাদারকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের একটি চরে এ ঘটনা ঘটে। নিহত কেতাব আলী উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত বেলায়েত আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, কেতাব আলী দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে প্রবাসী ছিলেন। প্রবাস থেকে তিনি স্ত্রীর কাছে টাকা পাঠাতেন। শ্বশুর সেরাজ আলী ওই টাকা দিয়ে নিজ নামে জমি কিনে তার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ভাগ-বণ্টন করে নেন। এ নিয়ে কেতাব আলীর সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলছিল।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর জানান, জমিজমা নিয়ে কেতাব আলীর সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে কেতাব আলী বিরোধীয় জমি চাষাবাদ করতে গেলে শ্বশুর বাড়ির লোকজনের বাঁধা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায় শ্যালক টিপুর শাবলের আঘাতে কেতাব আলী ঘটনাস্থলে নিহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সংঘর্ষের সময় কেতাব আলীর হাতে থাকা দায়ের আঘাতে শ্যালক টিপুও আহত হয়। তাকে আহত অবস্থায় আটক করা হয়েছে।

সারাবাংলা/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন