বিজ্ঞাপন

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ৩ দিন বন্ধ বেরোবি

August 17, 2022 | 12:18 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে প্রতি বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে আরও একদিন যোগ হলো।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে এবং সব ধরনের পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

প্রতিষ্ঠার পর থেকেই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক জ্বালানি সংকটের এমন পরিস্থিতিতে সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ রেখে এখন পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন