বিজ্ঞাপন

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

August 17, 2022 | 1:09 pm

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া সাগারে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথম এই অস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ আগস্ট) নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা ইয়োনহাপ’কে বলেছেন, ‘আজ ভোরে আমরা শনাক্ত করেছি যে, উত্তর কোরিয়ার দক্ষিণে পিয়ংগান প্রদেশের অনচন থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

একজন কর্মকর্তা বার্তা সংস্থা এফপি’কে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের দূরত্বসহ নানা দিক বিশ্লেষণ করছে।’

‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘ সামরিক মহড়ার অংশ হিসেবে চারদিনব্যাপী অনুশীলনের একদিন পরই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দুই দেশের দীর্ঘ সামরিক মহড়াটি আগামী ২২ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেন, ‘উত্তর কোরিয়াকে পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দিতে ইচ্ছুক তার দেশ। যদি পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্র বিকাশ বন্ধ করে এবং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করে।’

এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর নজির বিহীনভাবে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর থেকে দেশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন