বিজ্ঞাপন

‘জাতিকে লজ্জার হাত থেকে বাঁচাতে চা শ্রমিকদের দাবি মেনে নিন’

August 17, 2022 | 7:38 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতিকে লজ্জার হাত থেকে বাঁচাতে চা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

বিজ্ঞাপন

বুধবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, ‘চা শ্রমিকদের দৈনিক ১২০ টাকা মজুরির পরিবর্তে ৩০০ টাকা মজুরির দাবি মেনে না নেওয়া অমানবিক। এই খাতে যদি কোনো মানবিক কর্তৃপক্ষ থাকতো তাহলে রাজপথে নামার আগেই শ্রমিকদের দাবি মেনে নিত তারা। আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, তারা যেন চা শ্রমিকদের দাবি মেনে নিয়ে জাতিকে লজ্জার হাত থেকে বাঁচায়।’

তারা বলেন, ‘যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিবেকহীন শোষণে ধ্বংস হচ্ছে চা শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ। এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, দেশের অন্য যে কোনো খাতের তুলনায় চা শ্রমিকদের মজুরি সর্বনিম্ন ও বৈষম্যমূলক।’

বিজ্ঞাপন

নেতৃদ্বয় বলেন, ‘চা শ্রমিকদের চলমান আন্দোলনের যৌক্তিকতা অনুধাবন করে গ্রহণযোগ্য যৌক্তিক মজুরি নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রকৃতপক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। শোষণের শিকার চা শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছে।’

সারাবাংলা/এজেড/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন