August 18, 2022 | 12:18 am
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় একই পরিবারের পাঁচজন মৃত্যুর ঘটনায় ক্রেনচালকসহ নয়জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৭ আগস্ট) দেশের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, ‘রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’
র্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ক্রেনচালক ও সহকারী এবং নিরাপত্তায় নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রয়েছেন।
আগামীকাল এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/ইউজে/একে