বিজ্ঞাপন

আইন না মেনে বালুর ব্যবসা, ইউপি সদস্যকে ১৫ দিনের জেল

August 18, 2022 | 10:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঝিনাইদহ: আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন পরিষদের এক সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) শারমিন আক্তার সুমি ইউপি সদস্য মো. আয়ুব হোসেনকে এই দণ্ডাদেশ দেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।

আয়ুব হোসেন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য। পাশাপাশি তিনি মধুহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

এলাকাবাসী মো. আতিয়ার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার ভূমি কর্মকর্তা ওই ইউপি সদস্য আয়ুব হোসেনকে তার বালুর গদিতে ডাকেন।

বিজ্ঞাপন

পরে তার কাছে জিজ্ঞাসা করেন, এই বালু কার? জবাবে ইউপি সদস্য জানান, এই বালু তার।

তখন ভূমি কর্মকর্তা জিজ্ঞেস করেন এই বালু দিয়ে কী করেন? মেম্বার জানান, এলাকার রাস্তার কাজে বালু ব্যবহার করা হয়।

একপর্যায়ে ইউপি মেম্বার আয়ুবকে সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে ডেকে নেওয়া হয়।

বিজ্ঞাপন

মো. আতিয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘কোনো কিছু না বলে মেম্বারকে ডেকে নেওয়া হয়। পরে আমরা জানতে পারি তাকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।’

ওই ইউপি সদস্যের সঙ্গে অন্যায় করা হয়েছে বলে অভিযোগ করেন আয়ুবের অনুসারী মো. আতিয়ার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) শারমিন আক্তার সুমী বলেন, ‘অনুমতি ছাড়া ইউপি সদস্য আয়ুব হোসেন এতদিন অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছিলেন। তাই তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

উল্লেখ্য কিছুদিন আগে মধুহাটি ইউনিয়নে হতদরিদ্রদের চাল প্রাপ্য ব্যক্তিদের না দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগকারীদের মধ্যে দণ্ডিত ওই মেম্বার ছিলেন।

বিজ্ঞাপন

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বলেন, ‘ইউপি সদস্য আয়ুব হোসেনের জেল হওয়ার পর আমরা বিষয়টি জানতে পারি। তিনি এলাকার বিভিন্ন জমি থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ ছিল।’

শ্যামনগর গ্রামের জামতলায় আয়ুবের বালুর গদি ছিল।

দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ওই ইউপি সদস্যের দায়িত্ব পালনে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন। এখনও আমরা রায়ের নথি পাইনি। নথি পেলে এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।’

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন