বিজ্ঞাপন

নাঈম-সাব্বিরের ব্যাটে ‘এ’ দলের বড় জয়

August 19, 2022 | 10:19 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

নাঈম শেখের দুর্দান্ত এক সেঞ্চুরি ও সাব্বির রহমানের কার্যকরী হাফ সেঞ্চুরিতে ২৭৭ রান তুলেছিল আগে ব্যাটিং করা বাংলাদেশ ‘এ’ দল। পরে মুকিদুল ইসলাম মুগ্ধ ও রেজাউর রহমান রাজার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩৩ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ৪৪ রানের জয় নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল বাংলাদেশ ‘এ’ দল।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচটি ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজেও জিততে পারেনি সফরকারীরা। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের এবারের সফরে বাংলাদেশ ‘এ’ দলের এটা প্রথম জয়।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডি সিলভা। শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার আবারও বাজে শট খেলে আউট হয়েছেন মাত্র ৬ রান করে।

তবে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ না পাওয়া নাঈম শেখ সুযোগ কাজে লাগিয়েছেন দুর্দান্ত ভাবে। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন নাঈম। ১৯ বলে ২৩ রান করে সাইফ ফিরলে এই জুটি ভাঙে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন চারে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। ২৮ রান করতে বল খেলেছেন ৪৮টি।

বিজ্ঞাপন

তবে অপরপ্রান্তে নাঈম বেশ সাবলীলই ছিলেন। তার ১১৬ বলে ১০৩ রানের ইনিংসটিতে চারের মার ১৪টি, ছক্কা ১টি। জাতীয় দলে ফিরতে এই ইনিংসটি যে বড় অবদান রাখতে পারেন সেটা ভালো করেই জানেন নাঈম শেখ। কাজের কাজটা করেছেন সাব্বির রহমান।

প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের দলে তার অন্তর্ভূক্তি নিয়ে অবশ্য প্রশ্নও উঠেছে। কারণ সুযোগ পাওয়ার আগে এই ফরম্যাটে সেভাবে পারফর্ম করতে পারেননি। তবে সাব্বির ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ঠিকই দেখালেন পুরনো ধারে মরচে পরেনি!

ছয় নম্বরে নেমে ৫৮ বলে ৬২ রান করেছেন সাব্বির। চার মেরেছেন ৬টি, ছক্কা ১টি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সাব্বিরের স্ট্রাইকরেটই একশর ওপরে (১০৬.৮৯)। মিডল অর্ডারে ৩৩ বলে ২৮ রান করেছেন শাহাদাত হোসেন দীপু।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নেমে শুরুর দিকে বেশ ভালোই এগুচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। তাদের ৯৪ রানের ওপেনিং জুটি ভেঙেছে ২০.২ ওভারে। অপর ওপেনার জাশুয়া ডি সিলভা ৬৭ রানের ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে পরে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান ‍তুলতে পারেননি ক্যারিবিয়ানরা।

শেষ পর্যন্ত ২৩৩ রানে থেমে গেছে তাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৯ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন