বিজ্ঞাপন

গার্ডার চাপায় ৫ জনের প্রাণহানি: ক্রেনচালকসহ ১০ জন রিমান্ডে

August 19, 2022 | 5:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় একই পরিবারের পাঁচজন মৃত্যুর ঘটনায় গ্রেফতার ক্রেনচালকসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন গাজী ১০ আসামিকে আদালতে হাজির করেন। এরপর ক্রেনচালক আল-আমিন, রাকিব ও জুলফিকারকে দশদিনের এবং রুবেল, মো. আফরোজ মিয়া, মো. ইফতেখার হোসেন, আজহারুল ইসলাম মিঠু, তোফাজ্জল হোসেন ওরফে তুষার, রুহুল আমিন মৃধা ও মো. মঞ্জুরুল ইসলামের সাতদিনের রিমান্ড আবেদন করেন তিনি।

শুনানি শেষে প্রথম তিন আসামির চারদিন করে এবং পরের সাত আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

গত ১৭ আগস্ট তাদের রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, কালশী, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে উত্তরার আড়ং শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১)। তবে ভাগ্যক্রম বেঁচে যান নববিবাহিত দম্পতি হৃদয় ও রিয়া।

বিজ্ঞাপন

ওই ঘটনায় দিবাগত রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

সারাবাংলা/এআই/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন