বিজ্ঞাপন

চবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৩ শতাংশ

August 19, 2022 | 5:14 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উপস্থিতি শতকরা ৮৩ শতাংশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো হেলাল উদ্দিন নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার সি ইউনিটের কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘আজকের (শুক্রবার) সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সি ইউনিটে ১১ হাজার ৬০ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এরমধ্যে ৯ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উপস্থিতি ৮৩.৩৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন। যা শতকরা ১৬.৬০ শতাংশ।’

সি ইউনিটের অধীনে সর্বমোট সাধারণ আসন সংখ্যা রয়েছে ৪৪১টি। এই ইউনিটে অন্তর্ভুক্ত বিভাগগুলোর মধ্যে অ্যাকাউন্টিংয়ে ৮৭টি, ম্যানেজমেন্টে ৬৫টি, ফাইন্যান্সে ৯৫টি, মার্কেটিংয়ে ৭৭টি, ব্যাংকি অ্যান্ড ইনস্যুরেন্সে ৬৭টি এবং হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টে ৫০টি আসন রয়েছে।

বিজ্ঞাপন

আগামীকাল শনিবার (২০ আগস্ট) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে সাধারণ আসন সংখ্যা রয়েছে ১ হাজার ২২১টি। এখানে আবেদন জমা পড়েছে ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর । সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে ২৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সারাবাংলা/সিসি/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন