বিজ্ঞাপন

জয় ছাড়া কিছু ভাবছে না আবাহনী

April 24, 2018 | 4:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকাঃ এএফসি কাপে ফিরতি লিগে নিজেদের মাটিতে আগামিকাল (২৫ এপ্রিল) আইজলের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। প্রথম লেগে ভারত চ্যাম্পিয়নদের তাদের মাটিতেই ধরাশায়ী করেছে দেশের লিগ চ্যাম্পিয়নরা। এখন পয়েন্ট টেবিলে চলছে ‘যদি’ ‘কিন্তুর’ খেলা।

তবে একটা বিষয় স্পষ্ট আবাহনীর সামনে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ধানমন্ডির জায়ান্টদের। ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে লিগ চ্যাম্পিয়নরা। এএফসি কাপের মূল পর্বে যেতে হলে পরের (৩ ম্যাচ) প্রত্যেক ম্যাচই জয় চাই আবাহনীর।

কাজটা মোটেও সোজা নয় এ বিষয়টিও জানে আকাশী-নীল জার্সিধারীরা। আইজলের পরে ঘরের মাটিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের ব্যাঙ্গালুরু ও অ্যাওয়ে ম্যাচে জিততে হবে মালদ্বীপের নিউ রেডিয়ান্টের সঙ্গে।

বিজ্ঞাপন

তবে আপাতত আগামিকালের ম্যাচের দিকেই পূর্ণ মনোযোগ রাখতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে টিকে থাকতে আরও গোল চায় দেশের লিগ চ্যাম্পিয়নরা। তাই স্ট্রাইকারদের নিয়ে আক্রমণভাগ সাজাচ্ছেন আবাহনী কোচ সাইফুল বারী টিটু । ই গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে আবাহনী। গোল ব্যবধান বাড়িয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান তৈরি করতে চায় তারা।

তাই স্ট্রাইকার সানডে সিজোবা, এমেকা আর এশিয়ান কোটায় খেলতে আসা সেইয়া কোজিমো ও ইমন বাবুকে নিয়ে বিশেষ ছক কষেছেন টিটু, আগের টার্গেটটা ছিল ঘুরে দাড়ানোর ম্যাচ হিসেবে। একটা ভালো রেজাল্টের প্রতি মনোযোগ ছিল। সেম মেন্টলিটি মেইনটেইন করতে পারি এটা নিয়েই কাজ করছি। তাদের মানসিক অবস্থা খুবই ভালো আছে। আমরা যে জয়টা নিয়ে আসতে পেরেছি সেটা অব্যাহত রাখতে চাই।

দলে সোহেল রানা ইনজুরিতে দলের বাইরে। বাদশার হালকা ইনজুরি আছে। সেই চিন্তা মাথায় রেখেই মাঠে নামানোর চিন্তা একাদশকে। জানালেন টিটু, ‘তারা ক্লান্ত ছিল আগের ম্যাচে। এবার প্রস্তুতি নিয়ে এসেছে। আমি আশা করছি। কঠিন প্রতিপক্ষ হিসেবে খেলবে। ঘরের মাঠে ভালোভাবে জিততে পারবো। কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখবো। তাহলে ফোকাসটা ভালো থাকে। আমাদের তিন পয়েন্ট দরকার।

বিজ্ঞাপন

আইজলের কোচের মুখে অবশ্য টেক্কা দেয়ার সুর। যদিও ভারতের জাতীয় দলের কোনও খেলোয়াড় নেই এই দলে। সঙ্গে দেশি খেলোয়াড়ের বেশিরভাগ তরুণ। গোলরক্ষকও দলের দ্বিতীয় গোল প্রহরী। তবে চার বিদেশিকেই মাঠে নামানোর চিন্তা কোচ সন্তোষ কেশ্ববের, ‘আমরা অনেক প্রস্তুতি নিয়ে এসেছি। আগের বার আমরা ক্লান্ত ছিলাম। এক সপ্তাহে তিনটা ম্যাচ খেলতে হয়েছে। তবে এবার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো।’

আগামিকাল (বুধবার) বিকেল সাড়ে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শিশু ও স্কুল শিক্ষার্থীদের জন্য ম্যাচটি ফ্রি করা হয়েছে।

এর আগে এএফসি কাপে নিজের মাটিতে নিউ রেডিয়েন্টের বিপক্ষে হার দিয়ে প্রথম ম্যাচ ‍শুরু করেছিল আবাহনী। দ্বিতীয় ম্যাচে অনেকটা দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে গড়া ব্যাঙ্গালুরুর বিপক্ষে হার। একই ব্যবধানে। এক গোলের হার। এবার নিজেদের তৃতীয় ম্যাচ আইজলকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে আবাহনী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন