বিজ্ঞাপন

নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ নাটক ‘কেউ জানে না’

August 25, 2022 | 4:06 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘কেউ জানে না’। কাজী নজরুল ইসলামের ‘চিঠি’ কবিতা অবলম্বনে নাহিদ আহমেদ পিয়ালের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, কাজী রাজু, হারুনুর রশীদ, নিপা খান, সৌরভ প্রমূখ।

বিজ্ঞাপন

নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ নাটক ‘কেউ জানে না’

নাটকের গল্পে দেখা যাবে, রতন সামান্য চাকুরে। একটু আধটু লেখালখি করে। মফস্বল শহরের একটি সাহিত্য পত্রিকার ‘চিঠি’ সংখ্যার জন্যে নজরুলের ‘চিঠি’ কবিতাটি নিয়ে লিখতে গিয়ে নিজের জীবনটাকে যেন দেখতে পায় সেই কবিতার ভেতর। আর কবিতার পৃষ্ঠা থেকে উঠে আসা একটি চরিত্র বিনু, এত বছর পর সত্যি সত্যি তার সামনে দাঁড়ায়। একি বাস্তব না কল্পনা! শুধুই কবিতা না জীবন!

বিজ্ঞাপন

বিশেষ নাটক ‘কেউ জানে না’ প্রচারিত হবে ২৭ আগস্ট (শনিবার) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন