বিজ্ঞাপন

দলীয় সেঞ্চুরি পূর্ণ

September 1, 2022 | 9:17 pm

স্পোর্টস ডেস্ক

মেহেদি হাসান মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লে’তে কেবল সাব্বিরের উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৫৫ রান। এরপর ১৩তম ওভারেই পূর্ণ দলীয় শতক তবে হারাতে হয়েছে ৪ উইকেট।

বিজ্ঞাপন

ব্যাট হাতে ব্যর্থ সাব্বির রহমান ফেরেন মাত্র ৫ রান করে। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লেতে আধিপত্য দেখান মেহেদি হাসান মিরাজ। ৭ম ওভারে ধনঞ্জয় ডি সিলভা উড়িয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন মিরাজ। বাংলাদেশ ৫৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। মিরাজ ফেরেন ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৮ রান করে।

চারে ব্যাট করতে আসা মুশফিকুর রহিম টিকতে পারেননি এক ওভারের বেশি। ৫ বলে ৪ রান করে মুশফিক ফেরেন দলীয় ৬৩ রানে। এরপর সাকিব আল হাসানও বেশি সময় থাকেননি উইকেটে। ১১তম ওভারের তৃতীয় বলে থিকসানাকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন সাকিব। বাংলাদেশ ৮৭ রানে হারায় চতুর্থ উইকেট। সাকিব ২২ বলে ২৪ রান করে ফেরেন।

পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বড় জুটির আভাস দিচ্ছেন আফিফ হোসেন। ইনিংসের ১৩তম ওভারে হাসারাঙ্গাকে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দলীয় শতরান পূরণ করেন আফিফ হোসেন।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ১০৯ রান। আফিফ ১৪ বলে ২১ আর রিয়াদ ১১ বলে ৮ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন