বিজ্ঞাপন

ইবাদতের দুই ওভারে তিন উইকেট

September 1, 2022 | 10:47 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

এশিয়া কাপের বাঁচামরা ম্যাচে বাংলাদেশের ১৮৩ রানের জবাব দিতে নেমে দারুণ এগুচ্ছিল শ্রীলংকা। সাকিব আল হাসানের করা ইনিংসের পঞ্চম ওভারে ১৮ রান তোলা শ্রীলংকা পাঁচ ওভারে তুলে ৪৪ রান। তবে ষষ্ঠ ওভারে এসে লংকানদের লাগাম টেনে ধরেন অভিষিক্ত ইবাদত হোসেন। ইবাদত ঝলকে ৮ ওভার শেষে শ্রীলংকার স্কোর ৭১/৩।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের কোটার প্রথম ওভার করতে আসেন ইবাদত। ওভারের তৃতীয় ডেলিভারিটি শর্ট বল করেছিলেন ইবাদত। টাইমিং করতে না পেরে বল হাওয়ায় ভাসান পাথুম নিশাঙ্কা। সহজ ক্যাচ মিস করেননি মোস্তাফিজুর রহমান।

ওই ওভারেরই শেষ ডেলিভারিটিও শর্ট বল করেন ইবাদত। যাতে চারিথ আশালাঙ্কাও টাইমিং করতে পারেননি। ক্যাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

বাংলাদেশ পরের ওভারে আরও এক উইকেট পেতে পারত। শেখ মাহেদি হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ভয়ঙ্কর হয়ে উঠা কুশাল মেন্ডিস। মুশফিকুর রহিম ক্যাচ ধরেছেনও। কিন্তু বল ছোড়ার আগে জায়গায় পা রাখতে পারেননি মেহেদি। তৃতীয় আম্পায়ার নো বল ডাকলে উইকেট থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে ইবাদত পরের ওভারে এসে আবার উইকেট তুলে নিয়েছেন। নতুন ব্যাটার ধানুশকা গুনাথিলাকাকেও শর্ট বল করেছিলেন ইবাদত। বল হাওয়ায় ভাসিয়ে তাসকিন আহমেদের দুর্দান্ত এক ক্যাচে ফিরেছেন গুনাথিলাকা।

উল্লেখ্য, আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন