বিজ্ঞাপন

সেই দুই শিশু আজ

September 5, 2022 | 2:28 pm

মানিক লাল ঘোষ

ওঠো বাবা, ওঠো মা
উঠছে না কেউ
অবুঝ শিশুর চোখে
কান্নার ঢেউ।

বিজ্ঞাপন

ঘাতকের গুলিতে
কেড়ে নিল সব।
কতটা কষ্টের
সেই শৈশব!

১৫ আগস্ট শোকের সেই দিন
তখন বয়স তাদের পাঁচ আর তিন
বিছানায় দুই শিশু
মা-বাবা হীন।

সেই দুই শিশু আজ
পরশ ও তাপস
চেতনার প্রশ্নে
করে না আপোষ।

বিজ্ঞাপন

শেখ মণি- আরজু’র।
আদরের সেই ধন
প্রিয় ফুপু শেখ হাসিনার
মানিক-রতন।

সারাবাংলা/এসবিডিই/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন