বিজ্ঞাপন

মানি এক্সচেঞ্জকে ডলার সহায়তা দেবে না বাংলাদেশ ব্যাংক

September 5, 2022 | 6:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চলমান ডলার সংকট মোকাবিলায় এ মুহূর্তে মানি এক্সচেঞ্জগুলোকে রিজার্ভ থেকে ডলার সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে আমরা ডলার সহায়তা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সরকারি পেমেন্ট বা বিভিন্ন প্রকল্পের আমদানি দায় মেটানোর জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে। ডলার সংকট মোকাবিলায় এ মুহূর্তে মানিচেঞ্জারগুলোকে ডলার সহায়তা দেওয়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘মানি এক্সচেঞ্জগুলো বেশিরভাগ সময় খোলাবাজারে ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রি করে থাকে। তাই তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ডলার সংগ্রহ করতে হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কোনো সহায়তা দেবে না।’

সিরাজুল ইসলাম আরও বলেন, ‘মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে ২০২১-২২ অর্থবছরে রিজার্ভ থেকে ৭৬২ কোটি (৭.৬২ বিলিয়ন) ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।’

বিজ্ঞাপন

জানা গেছে, গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ ডলার দিতে পারছে না মানিচেঞ্জারগুলো। তাই ব্যাংকগুলোর মতো মানিচেঞ্জার প্রতিষ্ঠানও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সহায়তা চায়। এ বিষয়ে সহায়তা চেয়ে মানি এক্সচেঞ্জগুলো একাধিকবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। আবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মানি এক্সচেঞ্জগুলোর সরাসরি বৈঠকেও এ প্রস্তাব তুলে ধরা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব শেষ বৈঠকে বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে রিজার্ভ থেকে মোট ৭৬২ কোটি বা ৭ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। চলতি (২০২২-২৩) অর্থবছরের দুই মাসে রিজার্ভ থেকে ২৫৬ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করা হয়েছে।

সর্বশেষ গত রোববার (৪ সেপ্টেম্বর) দিন শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৮ দশমিক ৯১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত ১২ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) প্রায় ২ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ৪০ বিলিয়ন ডলারের নিচে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন