বিজ্ঞাপন

ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রথমে বোলিংয়ে পাকিস্তান

September 7, 2022 | 7:31 pm

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। এতেই ফাইনালের টিকিটের কাছে পৌঁছে গেছে বাবর আজমের দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরে বিপদে আফগানিস্তান। সুপার ফোরের তৃতীয় ম্যাচে এবার মুখোমুখি পাকিস্তান ও আফগানিস্তান। ফাইনাল নিশ্চিতের ম্যাচ টস জিতে প্রথমে বোলিং করবে পাকিস্তান।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে দাপটের সঙ্গে দুই ম্যাচ জিতে সুপার ফোরের টিকিট কাটে আফগানিস্তান। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরে যায় আফগানরা। অন্যদিকে গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তান সুপার ফোরে নেয় প্রতিশোধ। সুপার ফোরে ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে এক পা বাড়িয়ে রাখে বাবর আজমের দল।

পাকিস্তানের বিপক্ষে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হেরে বসে ভারত। আর তাতেই ফাইনালে খেলার স্বপ্ন এক প্রকার শেষ হয়ে যায় ভারতের। তবে ফাইনালে খেলার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি ভারতের। সেজন্য অবশ্য তাকিয়ে থাকতে হবে পাকিস্তানের দিকে। বাবর আজমদের বাকি থাকা দুই ম্যাচ অর্থাৎ আফগানিস্তান এবং শ্রীলংকা উভয়ের কাছেই হারতে হবে। আর ভারতকে বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে। তবেই সমীকরণ মিলিয়ে রাস্তা থাকছে ফাইনালে খেলার।

পাকিস্তান একাদশ

বিজ্ঞাপন

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, আসিফ আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাবাদ খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রাউফ এবং নাসিম শাহ।

আফগানিস্তান একাদশ

হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক এবং ফজলহক ফারুকি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন