বিজ্ঞাপন

সিদ্ধ চালের বদলে আতপ চাল, ওজনে কম দেওয়ায় মানববন্ধন

September 8, 2022 | 10:04 pm

মোংলা করেসপন্ডেন্ট

বাগেরহাট: সিদ্ধ চালের বদলে নিম্নমানের আতপ চাল এবং ওজনে কম দেওয়ার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মিঠাখালি ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। মিঠাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডলের বিরুদ্ধের অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা ভবনের সামনে অবস্থান নিয়ে এ সময় মানববন্ধন করা হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘উৎপল মণ্ডল নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। মিঠাখালি ইউনিয়নে আসা সরকারি বিভিন্ন সহায়তার কার্ড চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডল নিজের লোকদের বণ্টন করেন। তিনি বাংলাদেশ সরকারের খোলা বাজারে চাউল বিক্রির কর্মসূচির অংশ হিসেবে ফেয়ারপ্রাইচ (ওএমএস) এর কার্ডে গরিব, অসহায় ও দুস্থ্ মানুষের নাম কর্তন করে চেয়ারম্যান নিজের পছন্দের লোকদের কার্ড দিয়েছেন এবং সরকারের দেওয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের অনিয়ম এবং দুর্নীতি করেছেন।’

এ বিষয়ে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডল বলেন, ‘আমি সব সময় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে। একটি মহলের ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’

বিজ্ঞাপন

সিদ্ধ চালের বদলে নিম্নমানের আতপ চাল দেওয়ায় ট্যাগ অফিসার ও বিআরডিবি অফিসার সবুজ বৈরাগী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ওই সময় উপস্থিত ছিলেন না। তবে ট্যাগ অফিসার ও বিআরডিবি অফিসার সবুজ বৈরাগী বলেন, ‘চাল বিতরণের সময় আমি উপস্থিত ছিলাম না। অফিসের কাজে অন্য জায়গায় ছিলাম।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ‘চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন