বিজ্ঞাপন

পাকিস্তানের গতির ঝড়ে কাঁপছে শ্রীলংকা

September 11, 2022 | 9:12 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানি গতিতে রীতিমতো কাঁপছে শ্রীলংকা। টস জিতে আগে বোলিং করতে নেমে শুরু থেকেই গতির ঝড় তুলেছেন পাকিস্তানি পেসাররা। পাওয়ার প্লের পর স্পিন আক্রমণও কার্যকর হয়েছে। দুই মিলিয়ে ৫৮ রানেই পাঁচ উইকেট নেই শ্রীলংকার।

বিজ্ঞাপন

রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। দুবাইয়ে আগে বোলিং করা দল সুবিধা পায় বরাবরই। পাকিস্তানি পেসাররা সেটাই কাজে লাগালেন দুর্দান্তভাবে।

ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের স্ট্যাম্প উড়িয়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। তার ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতিতে ভেতরে ঢোকা বলটির বিপক্ষে কিছুই করতে পারেননি মেন্ডিস, সরাসরি বোল্ড। ইনিংসের চতুর্থ ওভারে ওপর ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান হারিস রউফ।

নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ পাকিস্তানের এই তিন পেসারই শুরু থেকেই গতির ঝড় তুলেছেন। তবে গতির প্রতিযোগিতায় রউফ এগিয়ে ছিলেন বাকি দুজনের কাছ থেকে। ১৫২ কিলোমিটার গতিতেও বল করতে দেখা গেল।

বিজ্ঞাপন

রউফের এমনই একটি গতিময় ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করেন পাথুম। মিড অফে ছুটে গিয়ে ক্যাচ লুফে নেন বাবর আজম।

পরের ওভারে দানুশকা গুনাথিলাকার স্ট্যাম্প উপড়েছেন রউফ। তার ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির গোলা অফস্ট্যাম্পের বাইরে পিচ করে ঢুকে যায় ভেতরে। কিছুই করার ছিল না গুনাথিলাকার, সরাসরি বোল্ড।

পাওয়ার প্লে শেষে পার্টটাইম বোলার ইফতিখার আহমেদকে আক্রমণে আনেন বাবর আজম। তাতে কাজের কাজটা হয়েছে। দারুণ খেলতে থাকা ধনঞ্জয়া ডি সিলভাবে ফিরিয়েছেন ইফতিখার।

বিজ্ঞাপন

এরপর শাদাব খানকে হাঁকাতে গিয়ে বোল্ড হয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। যাতে নবম ওভারে ৫৮ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় শ্রীলংকা। তারপর লংকানদের টানছেন ভানুকা রাজাপাক্ষে ও হাসারাঙ্গা। ১২ ওভার শেষে শ্রীলংকার স্কোর ৮৫/৫।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন