বিজ্ঞাপন

আসন্ন বিশ্বকাপ নয় বিসিবির টার্গেট পরবর্তী বিশ্বকাপ!

September 13, 2022 | 6:48 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ভারতের শ্রীধরন শ্রীরামকে। তার আগে অধিনায়ক পাল্টে মাহমুদউল্লাহর জায়গায় সাকিব আল হাসানকে বসিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়, নতুন কোচ ও অধিনায়কের কাছ থেকে এশিয়া কাপে ভালো পারফরম্যান্স আশা করা ‘বাড়াবাড়ি’ হয়ে যায়। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল কেমন করে বিসিবির নজর থাকবে সেদিকেই। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ বললেন, আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের কথা চিন্তা করলে চলবে না! বিসিবির টার্গেট পরবর্তী বিশ্বকাপ।

বিজ্ঞাপন

নতুন অধিনায়ক ও কোচের বাংলাদেশ সদ্য সমাপ্ত এশিয়া কাপে তেমন কিছু করতেও পারেননি। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে বাদ পড়তে হয়েছে প্রথম পর্ব থেকেই। মনে করা হচ্ছিল, সাকিব-শ্রীরাম জুটি কতটা সফল হলো তা বুঝা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু বিসিবি সভাপতি জানিয়ে দিলেন, তাদের দৃষ্টি আসন্ন বিশ্বকাপে নয়, পরবর্তী বিশ্বকাপে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস, দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও শ্রীধরন শ্রীরামের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন নাজমুল হাসান পাপন।

তারপর সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, কোনো কোচ বা বোর্ডই নেই যারা এক মাসের মধ্যে বা রাতারাতি সব বদলে ফেলবে।

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা যে জিনিসটা চাচ্ছি, সেটা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট পুরোপুরি আলাদা। আমরা আসলে টি-টোয়েন্টিটা অন্যান্য দেশের মতো এত এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না এটা আমাদের ধারণা। নয়তো আমাদের দল যদি ওয়ানডে ভালো খেলে, তাহলে কেন টি-টোয়েন্টি পারবে না একেবারেই। প্লেয়ার তো একই। মাইন্ডসেটের ব্যাপার আছে। একই ধরনের প্লেয়ার, একই কোচিং স্টাফ; তাহলে হচ্ছে না কেন। আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। একটা জিনিস আপনাদের পরিষ্কার বলে দেই, আমরা এখন যা করছি সেটা এই বিশ্বকাপের জন্য না। এই বিশ্বকাপ দেখে চিন্তা করলে হবে না। আপনাকে পরের বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে।’

এতদিন যা হয়েছে সেসব চিন্তা বাদ দিয়ে দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে এগুতে চায় বিসিবি বলছেন পাপন, ‘এমন কোনো কোচ নাই, বোর্ড নাই যারা একমাসের মধ্যে, রাতারাতি সব পরিবর্তন করে দিবে। এতদিন যা হয়েছে, হয়েছে-আমরা এখন লং টার্ম চিন্তা করছি। টার্গেট করেছি পরবর্তী বিশ্বকাপ। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা দল প্রস্তুত করছি।’

তিনি বলেন, ‘এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস এন্ড ডাউন হবে। আমরা ওইটা এবজর্ভ করতে তৈরি। ওটা খারাপ হলেও আমরা হতাশ হবো না। কিন্তু আমরা চাই ভালো করুক। যেন ছয়-সাত মাস বা সর্বোচ্চ এক বছরের মধ্যে যেন দল দাঁড়িয়ে যায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন