বিজ্ঞাপন

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব

September 14, 2022 | 6:22 pm

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে দল ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে আবারও এগিয়ে গেলেন সাকিব আল হাসান। মোহাম্মদ নবীকে হটিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আবারও শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। তবে এবার ব্যাট বা বল হাতে নিজে তেমন বড় পারফর্ম করতে না পারলেও শীর্ষে থাকা মোহাম্মদ নবীর বাজে পারফরম্যান্সই সাকিবকে শীর্ষে ফিরিয়েছে। গেল সপ্তাহে র‌্যাংকিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন নবী।

বিজ্ঞাপন

তবে এশিয়া কাপে ব্যাট এবং বল হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ নবী। গ্রুপ পর্বের দুই ম্যাচের সঙ্গে সুপার ফোরের তিন ম্যাচে সবমিলিয়ে মাত্র ১৬ রান বল হাতে মাত্র ৩ উইকেট নেওয়া নবীর রেটিং কমে এখন দাঁড়িয়েছে ২৪৬-এ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত নতুন র‍্যাংকিং শীর্ষে ফিরেছেন সাকিব।

এশিয়া কাপের ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র‌্যাংকিংয়ে ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবীর ৬ পয়েন্ট কমলে ২৪৮ রেটিং নিয়েই শীর্ষস্থানে উঠেছেন সাকিব।

বিজ্ঞাপন

শ্রীলংকার এশিয়া কাপ জয়ে বড় অবদান রেখে অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ওয়াইনিন্দু হাসারাঙ্গা। গত সপ্তাহে সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে লেগ স্পিনে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পরে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন ১০ রান করে। শিরোপা লড়াইয়ের মঞ্চে ব্যাটে-বলে জ্বলে ওঠেন হাসারাঙ্গা। দলের বিপর্যয়ে করেন ২১ বলে ৩৬ রান। পরে ২৭ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। এতেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ে চারে উঠে এসেছেন তিনি।

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন