বিজ্ঞাপন

ওসিসহ ৭ জনের বিরুদ্ধে গণধর্ষণ-অপহরণ মামলা: বাদীর ফের জবানবন্দি

September 15, 2022 | 4:38 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর হাতিলঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ইন্সপেক্টর গোলাম মোক্তার আশরাফ উদ্দিনসহ ৭ জনের বিরুদ্ধে গণধর্ষণ ও অপহরণের অভিযোগে একটি মামলায় বাদীকে পুনরায় জবানবন্দি দিতে তলব করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জুলফিকার হায়াতের আদালত আগামী ৬ অক্টোবর বাদিনী ও তার ছেলে এবং তার মাকে আরও অধিকতর জবানবন্দি গ্রহণের জন্য তলব করেছেন।

এদিন ট্রাইব্যুনাল তাদের সবার জবানবন্দি নেওয়ার পর মামলা গ্রহণের বিষয়ে আদেশ দিবেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মাহমুদা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার ওসিসহ ৭ জনের নামে গণধর্ষণ-অপহরণের অভিযোগ

গত বুধবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জুলফিকার হায়াতের আদালতে মামলাটির আবেদন করেন এক সন্তানের মা এক নারী (৩৩)। ওইদিন বাদিনীর জবানবন্দি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

মামলার অপর আসামিরা হলেন- তানীম রেজা বাপ্পি, সাজিদা তানীম, জাবেল হোসেন পাপন, মো. জামাল ও সাইফুল ইসলাম।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন