বিজ্ঞাপন

বিশ্বকাপের টিকিট খুঁজতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

September 18, 2022 | 4:09 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আগামী দক্ষিণ আফ্রিকা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে পেরুতে হবে বাছাই পর্বের বাঁধা। সেই বাঁধা পেরুনোর প্রথম ধাপে আজ আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ আইরিশদের মোকাবিলা করবেন রুমানা আহমেদ, নিগার সুলতানারা।

বিজ্ঞাপন

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) আবুধাবিতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে থাইল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

শেখ জায়েদ স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৯টায়।

বরাবরের মতো এবারও বিশ্বকাপ বাছাই পর্বে ফেভারিট বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এই তিন দলকে পেছনে ফেলে গ্রুপ সেরা হতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

আজ প্রথম ম্যাচে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। প্রায় দশ দিন আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি সেরেছেন নিগার সুলতানা, রুমানা আহমেদরা। একমাত্র প্রস্তুতি ম্যাচে আবর আমিরাতকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে ৫৪ রানের জয় তুলে নেয় নিগার ‍সুলতানার দল।

আইরিশ মেয়েদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডও বেশ ভালো। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে চারটি ম্যাচই।

অবশ্য একটা অস্বস্তি  নিয়েই আজ মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। বাছাই পর্ব শুরুর ঠিক আগ মুহূর্তে ছিটকে পেড়েছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও ফারজানা পিংকি। অনুশীলনে চোট পেয়ে ছিটকে পরেছেন জাহানারা। আর ফারজানা আক্রান্ত হয়েছেন করোনায়। এই দুজনের বদলে ফারিহা ইসলাম ও সোহেলি আক্তারকে দলে ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরটি বসবে দক্ষিণ আফ্রিকায়। প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি। বাছাই পর্ব থেকে যাওয়া দুটি দলসহ মোট ১০ দল খেলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাছাই পর্বের জন্য বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারিহা ইসলাম, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোহেলি আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন