বিজ্ঞাপন

‘আমরা মালি, আমার যত্নে, আমার গাছ’

September 27, 2022 | 10:52 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার একটি কর্মসূচি শুরু করেছে ‘দূর্বার তারুণ্য’ নামে একটি সামাজিক সংগঠন। তাদের শ্লোগান ‘আমরা মালি, আমার যত্নে, আমার গাছ’।

বিজ্ঞাপন

সংগঠনটি মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সিআরবি এলাকায় শ’খানেক গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রত্যেকে একটি কিংবা সর্বোচ্চ দু’টি করে গাছের চারা রোপণ করেছেন। তারাই পরিচর্যার মাধ্যমে নিজেদের লাগানো চারাগুলো বড় করে তুলবেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূর্বার তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি শুধু বৃক্ষরোপণ নয়, এর সঠিকভাবে পরিচর্যার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সংগঠকদের মধ্যে রবিউল হাসান, হৃদয় হোসেন মল্লিক, কামরুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, এমদাদুল হক মারুফ, এইচ এ মোবারক, হাকিমুল ইসলাম সাকিব, সাফায়েত মোর্শেদ, মোবারক উল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন