বিজ্ঞাপন

‘আওয়ামী লীগ রাজপথে আছে, নির্ভয়ে উৎসব করুন’

October 3, 2022 | 8:59 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ‍ব্যুরো: আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে জানিয়ে সবাইকে নির্ভয়ে ও নিরাপদে দুর্গোৎসব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিজ্ঞাপন

সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সমবেত পূজার্থীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ শুভেচ্ছা পৌঁছে দিতে আমি আপনাদের কাছে এসেছি। এই দুর্গাপূজা বাঙালির চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত হবে– এ কামনা করি। কারণ দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন সামাজিক উৎসবও। এ সার্বজনীনতা প্রমাণ করে-ধর্ম যার যার, উৎসব সবার।’

‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা পরিকল্পিতভাবে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল, অনেককে হত্যা করেছিল। সম্প্রদায়িক হামলার কারণে সনাতন সম্প্রদায়ের অনেককে দেশত্যাগ পর্যন্ত করতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে, নিরাপদে তাদের ধর্মীয় সকল অনুষ্ঠান পালন করতে পারে।’

বিজ্ঞাপন

দুর্গাপূজা এলেই মৌলবাদী চক্র মাথাচাড়া দিয়ে ওঠে মন্তব্য করে নওফেল বলেন, ‘শারদীয় দুর্গোৎসব এলেই উগ্র মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করে। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সনাতনী সম্প্রদায় যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে। সবাইকে বলব-আপনারা নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে দুর্গোৎসব উদযাপন করুন।’

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুস ছালাম মাসুম, নুরুল আলম মিয়া, নিলু নাগ ও রুমকি সেনগুপ্ত, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু, মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশ উপমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন