বিজ্ঞাপন

জলবায়ুর প্রভাবে সুপেয় পানির সংকটে উপকূলবাসী

October 8, 2022 | 4:38 pm

লোকাল করেসপন্ডেন্ট

মোংলা (বাগেরহাট): বিশ্বে জলবায়ুর প্রভাবে উপকূলবাসী সুপেয় পানির সংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. নমিতা হালদার। এজন্য মোংলায় ১৫টি সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৮ অক্টাবর) সকালে মোংলা পৌর এলাকার ৪ ও ৭ নং ওয়ার্ডে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে পিকেএসএফ’র এমডি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জলবায়ুর প্রভাবে উপকূলবাসী সুপেয় পানির সংকটে পড়েছেন। এজন্য মোংলায় ১৫টি পানির প্ল্যান্ট স্থাপন করা হবে। আজ ২টি পানির প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।’

ড. নমিতা হালদার আরও বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্পের সব প্ল্যান্ট স্থাপন করা হবে। প্রতিটি প্ল্যান্ট থেকে প্রতিদিন ৪০০ পরিবার ১০ হাজার লিটার পানি পাওয়া যাবে। মোংলার মাটিতের লবণের কারণে জমিতে ধান হয় না। এজন্য আমাদের চেষ্টা করে যেতে হবে।’

এ সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল, কাউন্সিল হুমায়ুন কবির নাছির ও কাউন্সিলর শিউলি আকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন