বিজ্ঞাপন

শিষ্টাচার বজায় রেখে চুন্নুকে কথা বলার অনুরোধ রওশনপন্থি নেতাদের

October 8, 2022 | 8:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টর মহাসচিব মুজিবুল হক চুন্নুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলার অনুরোধ করেছেন বেগম রওশনপন্থি জাতীয় পার্টির নেতারা।

বিজ্ঞাপন

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রওশনপন্থি নেতৃবৃন্দ জাতীয় পার্টর মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য বেগম রওশন এরশাদের। নৈতিকতার প্রশ্নেই দেশে ফিরে বেগম রওশন এরশাদ এর বিরোধীদলীয় নেতার পতাকা ব্যবহার করা উচিত নয়। কারণ, সংসদীয় দলের সদস্যরা গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছেন।

এর প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত রওশনপন্থি নেতারা সভা করেন। সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নুরুল ইসলাম মিলন, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, শাহ আলম তালুকদার, মোস্তাকুর রহমান মোস্তাক, মিজানুর রহমান দুলাল, নজরুল ইসলাম ও শেখ রুনা প্রমুখ।

জাতীয় পার্টির আসন্ন জাতীয় কাউন্সিলের যুগ্ম আহবায়ক ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টির অগণতান্ত্রিক ধারা ২০’র ১ এর ক ব্যবহারে অবৈধ পদধারী মহাসচিব হচ্ছেন আপনি (মুজিবুল হক চুন্নু)।’

বিজ্ঞাপন

কাজী মামুন প্রেশ্ন রেখে বলেন, ‘বেগম রওশন এরশাদের গাড়ির পতাকা নামানোর আপনি কে? স্পিকারের কাছে বিরোধীদলের পদ থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করে চিঠি দিয়েছেন। সে চিঠির জবাব স্পিকার এখন দেননি। কারণ ওই চিঠি ভুল প্রক্রিয়ায় স্পিকারের কাছে জমা দিয়েছেন তা চিহ্নিত হয়েছেন। বরং আপনার বক্তব্য সংসদীয় রীতিনীতি লঙ্ঘন করেছে। এ জন্য আপনার শাস্তি হওয়া উচিত।’

মুজিবুল হক চুন্নুর অতীত স্মরণ করিয়ে দিয়ে কাজী মামুন বলেন, ‘ভুলে যান কেন আপনি বিএনপির টিকেট পেতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। আপনার নমিনেশন নিতে রওশন এরশাদকে কতটা বেগ পেতে হয়েছে, তা ভুলে যান কেন? নিজে যার বদৌলতে গাড়িতে পতাকা উড়িয়েছেন, তাকেই পতাকা নামাতে বলেন, এতটা নির্লজ্জ আচরণ ছাড়া আর কিছু নয়।’

কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী, পার্টির সাবেক সিনিয়র কো চেয়ারম্যান ও দলের প্রধান পৃষ্ঠপোষক। তার সম্মেলন ডাকার এখতিয়ার আছে। পার্টি যখন এলোমেলো তখন অভিভাবক হিসেবে বেগম রওশন এরশাদ অবশ্যই সম্মেলন ডাকার এখতিয়ার রাখেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলন। আপনি বলেছেন ২৬ নভেম্বর জাপার সম্মেলন নয়। এটি আপনি বলার কে? আপনি নিজেই তো অবৈধ মহাসচিব। অবৈধ মহাসচিব হিসেবে যে বক্তব্য দিয়েছেন তা উন্মাদনার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।’

সারাবাংলা/এএইচএইচ/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন