বিজ্ঞাপন

মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী

October 10, 2022 | 4:33 pm

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব। আগামী নভেম্বরে সেদেশে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সোমবার (১০ অক্টোবর) ইয়াকুব জানান, রোববার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহর সঙ্গে দেখা করেছেন তিনি। সোমবার পার্লামেন্ট ভাঙার অনুমতি দিয়েছেন রাজা।

তিনি জানান, আগাম নির্বাচন আয়োজনের জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার সরকারের বৈধতা নিয়ে চলমান সমালোচনার প্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব বলেন, এই ঘোষণার মাধ্যমে জনগণের কাছে ম্যান্ডেট ফিরে আসবে। একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গড়ার জন্য জনগণের ম্যান্ডেট একটি শক্তিশালী প্রতিষেধক।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করতে পারে। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভাঙার ৬০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন