বিজ্ঞাপন

২০২৩ সালেও পেছাতে পারে এসএসসি-এইচএসসি

October 17, 2022 | 12:10 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে গেল দুই বছর ঠিক সময়ে কোনো পাবলিক পরীক্ষার আয়োজন করা যায়নি। চলতি বছরেও একই পরিস্থিতি হয়েছে করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে। বলা হয়েছিল, আগামী বছর থেকে যথা সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই পরীক্ষা শুরু করা যাবে। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক সূত্র।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের এপ্রিল মাসে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। আর জুন মাসে অনুষ্ঠিত হতে পারে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে, পরীক্ষার সময় চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে বৈঠকেই চূড়ান্ত হতে পারে আগামী বছরের পরীক্ষার সূচি।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, আগামী বছরেও হয়তো যথা সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন করা সম্ভব হবে না। কিছুটা পিছিয়ে যেতে পারে। তিনি বলেন, ‘শিগগিরই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটা সভা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

বিজ্ঞাপন

এদিকে, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে কর্মপরিকল্পনা ঠিক করতে ১৯ অক্টোবর বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন