বিজ্ঞাপন

তথ্য সচিবকে আগাম অবসরে পাঠানোর কারণ জানেন না তথ্যমন্ত্রী

October 17, 2022 | 2:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই কেন তাকে অবসরে পাঠানো হয়েছে তা না জানলেও একে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বলেই মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ই সঠিক জবাব দিতে পারবে।’

বিজ্ঞাপন

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিষয়টি আমি কাল শুনেছি। তবে কারণ কি তা জানি না। ওটা জানতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় চাইলে কাউকে এভাবে আগে অবসরে পাঠাতে পারে আবার মেয়াদও বাড়াতে পারে। এমন ঘটনা আগেও ঘটেছে। এটা স্বাভাবিক বিষয়।’

তিনি আরও বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ে এক বছরের বেশি সচিব থাকে না বরং মকবুল সাহেব এক বছরের বেশি ছিলেন। কি কারণে তাকে আগে অবসরে পাঠানো হয়েছে তার ব্যাখ্যা জনপ্রশাসন দিতে পারবে।’

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের নানা প্রকল্প নিয়ে অনিয়ম-দুর্নীতির কোনো অভিযোগ ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলে, ‘আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার পর তা মনিটর করি। যে কাউকে নিয়েই আমি কাজ করতে পারি।’

এর আগে, রোববার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য সচিব মো. মকবুল হোসেনের অবসরের আদেশ হয়। সেখানে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

উল্লেখ্য, সরকারি চাকরি আইনের ৪৫ নং ধারায় বলা হয়, কোনো সরকারি কর্মচারির চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনো কারণ না দর্শিয়ে তাকে চাকরি থেকে অবসর দিতে পারবে। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন